বাউফলে বিএনপি'র নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) : | প্রকাশ: ১০ জুলাই, ২০২৫, ০৬:১৩ পিএম
বাউফলে বিএনপি'র নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

পটুয়াখালী বাউফলের তেতুলিয়া নদীর অব্যাহত ভাঙ্গন কবলিত ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ অর্ধশত পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাউফল উপজেলা বিএনপি। উপজেলার নাজিরপুর  ইউনিয়নের নিমদি  এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরে ঘরে  এ সহায়তা পৌঁছে দেওয়া হয়। 

আজ (১০ জুলাই) বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ তালুকদারের পক্ষ থেকে  নাজিরপুর ইউ:পি:'র  নিমদি এলাকার তেতুলিয়া নদী তীরবর্তী  ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্য এ সহায়তা প্রদান করা হয়।

 উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ন কবির ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরে ঘরে এ সহায়তা পৌঁছে দেন।  এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  বাউফল  পৌর বিএনপির দপ্তর সম্পাদক মো. আবুল বাশার ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক,  সাংবাদিকবৃন্ধ  প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে