সিংড়ায় প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ১০ জুলাই, ২০২৫, ০৭:১৪ পিএম
সিংড়ায় প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

নাটোরের সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ইমু হ্যাকার ও প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত ১ টায় উপজেলা হাতিয়ান্দহ ইউনিয়নের মরা পাতিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল মরা পাতিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে জয় ও একই গ্রামের আব্দুল মান্নান এর ছেলে শামীম হোসেন। গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহ্নত চারটি স্মার্টফোন সহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে সামাজিক যেগাযোগ মাধ্যম ইমু অ্যাপের মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে