আমতলীতে শিক্ষা প্রতিষ্ঠানে গছের চারা বিতরণ

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) : | প্রকাশ: ১০ জুলাই, ২০২৫, ০৭:২১ পিএম
আমতলীতে শিক্ষা প্রতিষ্ঠানে গছের চারা বিতরণ

আমতলী উপজেলা কৃষি পূর্নবাসন ও বাস্তবায়ন কমিটি এর উদ্যোগে  ২০২৪-২৫ অর্থবছরে  কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষক পরিবারের শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানে ফলজ ,বনজ ,ও ঔসধি গাছের চারা বিতরণ করা হয়েছে ।বৃহস্পতিবার  দুপুর ১২ টায়  আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো: রোকনুজ্জামান খান আমতলী মফিজ উদ্দিন বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করে এ কার্যক্রমের উদ্ভোধন করেন। এ সময় আমতলী কৃষি কর্মকর্তা মো: রাসেল মিয়া ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম্:ো শাহ আলম কবির ,বাংলাদেশ শিক্ষক সমিতি (সেলিম ভূইয়া) এর সদস্য সচিব মো: রেজাউল করিম সহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা  উপস্থিত ছিলেন ।কৃষি কর্মকর্তা মো: রাসেল মিয়া জানান এ কর্মসূচির আওতায় আমতলী পৌরসভার ০৩ টি ও ০৭ টি ইউনিয়নের একটি করে  প্রতিষ্ঠানের মোট ১৫০০ শিক্ষার্থী ০৪ টি করে মোট ৬০০০ চারা বিতরণ করা হবে । চারার মধ্যে রয়েছে ০১ টি করে বেল চারা, ০১ টি নিম ও ০২ টি করে জাম গাছের চারা ।

আপনার জেলার সংবাদ পড়তে