জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখার অনন্য অর্জন: ২০০ কোটি টাকার ডিপোজিট আহরণ

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ১০ জুলাই, ২০২৫, ০৭:৫৩ পিএম
জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখার অনন্য অর্জন: ২০০ কোটি টাকার ডিপোজিট আহরণ

জনতা ব্যাংক পিএলসি কর্তৃক ঘোষিত ডিপোজিট হান্টিং-এর ১০০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় জনতা ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখা এক গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে যা হলো ২০০ কোটি টাকার ডিপোজিট আহরণ।

এই গৌরবময় অর্জনকে কেন্দ্র করে শ্রীমঙ্গল  শাখায় এক আনন্দঘন ও অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি, মৌলভীবাজার এরিয়ার  ডিজিএম মো. রফিকুল ইসলাম। তিনি শাখার এই অসাধারণ সাফল্যের জন্য ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং আন্তরিক অভিনন্দনে শাখার সকল কর্মকর্তাদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার এরিয়া অফিসের এজিএম  তাহমিনা বেগম এবং মৌলভীবাজার কর্পোরেট শাখার  এজিএম মো. আক্তার হোসেন। তারা এই অর্জনে শাখার সমগ্র টিমের ঐকান্তিক প্রচেষ্টা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।

এই গৌরবোজ্জ্বল অর্জনের নেপথ্যে যাঁর প্রাজ্ঞ নেতৃত্ব, সঠিক নির্দেশনা এবং নিরবচ্ছিন্ন দিকনির্দেশনা বিশেষভাবে উল্লেখযোগ্য, তিনি হলেন শ্রীমঙ্গল শাখার  ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে ভবিষ্যতেও শাখার সাফল্য অব্যাহত রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্বে কেক কেটে এই স্মরণীয় অর্জনকে উদযাপন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে