বাঘায় ককটেল বিস্ফোরণ মামলার আসামী গ্রেফতার

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ১১ জুলাই, ২০২৫, ০১:১৬ পিএম
বাঘায় ককটেল বিস্ফোরণ মামলার আসামী গ্রেফতার
রাজশাহীর বাঘায় ককটেল বিস্ফোরণ মামলার আসামী গোলাম মোস্তফা (৬২) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল ৩টার দিকে বাঘা পৌরসভার সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গোলাম মোস্তফা উপজেলার দক্ষিন মিলিক বাঘা গ্রামের মৃত জাকাতুল্লার ছেলে। জানা গেছে, ১৭ জানুয়ারি রাত ৯ টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলুর পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের বাড়িতে ককটেল বিস্ফোরণ করে হামলা করা হয়। এ ঘটনা ১৮ জানুয়ারি ফখরুল হাসান বাবুল বাদি হয়ে ১১২ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে। এ মামলার এজাহারভূক্ত আসামী গোলাম মোস্তফা। এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফম আছাদুজ্জামান বলেন, উপজেলা বিএনপির নেতা ফখরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণ মামলার আসামী গোলাম মোস্তফা পালাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে