সৈয়দপুরে ২৩ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৪৩ জন

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১১ জুলাই, ২০২৫, ০২:৪৪ পিএম
সৈয়দপুরে ২৩ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৪৩ জন

১০ জুলাই বৃহস্পতিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।  সৈয়দপুর উপজেলা থেকে অংশ নিয়েছিল ৩০ শিক্ষা প্রতিষ্ঠান। তার মধ্যে ২৩ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৪৩ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৩০ জন, মানবিক বিভাগে ৪ জন এবং ব্যবসায় শিক্ষ্য বিভাগে ৯ জন।

 সৈয়দপুর উপজেলায় জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এ শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে বিজ্ঞান বিভাগে ২৪০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮৮ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে লায়ন্স স্কুল এন্ড কলেজ। সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ তৃতীয় অবস্থানে। চতুর্থ অবস্থানে রয়েছে আল-ফারুক একাডেমি।

 সানফ্লাওয়ার স্কুল এক কলেজ। জিপিএ-৫ পেয়েছে ৪১ জন। সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে ১৮ জন, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে ১৪ জন, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন, সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন, লক্ষণপুর স্কুল ও কলেজ থেকে ৬ জন, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজ থেকে ৪ জন, সৈয়দপুর পাইলট উচ্চ

বিদ্যালয় থেকে ৪জন, শেরে বাংলা বিমুনী উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, ব্যান্ডমারী উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ে থেকে ৩ জন, সাতপাই স্কুল এন্ড কলেজ থেকে  ২ জন, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, হাজারীহাট স্কুল এন্ড কলেজ থেকে ২ জন কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ২ জন এবং সৈয়দপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, সিপাইগঞ্জ বিদ্যালয়,কামারপুকুর উচ্চ বিদ্যালয় ও কয়াগোলাহাট স্কুল ও কলেজ থেকে ১ জন করে পরীক্ষার্থী পেয়েছে জিপিএ-৫। উপজেলার মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের। এ প্রতিষ্ঠান থেকে ফেল করেছে ২৫ জন। পাশ করেছে ২৬ জন। কেউ পায়নি জিপিএ - ৫।

আপনার জেলার সংবাদ পড়তে