পাবনার সুজানগরে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ১০জন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডঃ রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃত নেতা-কর্মীরা হলো সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ, সুজানগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর খাঁ, উপজেলা বিএনপির সাবেক সদস্য কামাল শেখ, সুজানগর পৌর সভার ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রুহল খাঁ, বিএনপি নেতা লেবু খাঁ, পৌর যুবদলের সদস্য মানিক খাঁ, যুবদল নেতা মনজেদ শেখ, যুবদল কর্মী হালিম শেখ, উপজেলা ছাত্রদল নেতা শেখ কাউসার ও সুজানগর এনএ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল খাঁ।
জানা যায়, একজন মেয়ের সাথে মোবাইল ফোনে কথা বলার ঘটনাকে কেন্দ্র গত বুধবার সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের গ্রুপের সমর্থকরা সুজানগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর খানের গ্রুপের সমর্থক সবুজ খানকে ছুরিকাঘাত করে। এঘটনার জের ধরে ওইদিন দুপুর আড়াইটার দিকে পৌর বাজারের নন্দিতা সিনেমা হল রোডে উভয় গ্রুপ তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০জন আহত হয়। সংঘর্ষে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, ককটেল ও লাঠি সোঁটা ব্যবহার করা হয়। এ ঘটনায় গোটা উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করার পাশাপাশি সাধারণ জনমনে আতঙ্ক দেখা দেয়। ফলে সৃষ্ট এ পরিস্থিতিতে দলীয় স্বার্থে তথা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষে উক্ত নেতা-কর্মীদের বহিষ্কার করা হয়। এদিকে দলের হাই কমান্ডের এ সিদ্ধান্তকে যথার্থ এবং সময়োযোগী বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপির শান্তিপ্রিয় নেতা-কর্মীসহ সর্বস্তরের জনসাধারণ।