চাটমোহরে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাস করেনি কেউ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১১ জুলাই, ২০২৫, ০৪:২১ পিএম
চাটমোহরে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাস করেনি কেউ

বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি,দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাবনার চাটমোহর উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাশ করতে পারেনি। তাছাড়া এসএসসি,দাখিল ও এসএসসি  (ভোক.) পরীক্ষায় ১ হাজার ৪৭৮জন ফেল করেছে। পাশ করেছে ২ হাজার ৫৯৫ জন।  

ফলাফল বিশ্লেষণে দেখা যায়,এ উপজেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় ৬৮৫ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে মাত্র ১৭৮ জন। উপজেলায় ৮টি মাদ্রাসায় ১ থেকে  ২জন করে শিক্ষার্থী পাস করলেও মির্জাপুর দাখিল মাদ্রাসা ও পার্শ্বডাঙ্গা মহিউল উলুম দাখিল মাদ্রাসা থেকে কেউই পাশ করেনি। এছাড়া সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসা,ছাইকোলা দাখিল মাদ্রাসা,চিনাভাতকুর দাখিল মাদ্রাসা,হোগলবাড়িয়া আলিম মাদ্রাসা,বাঘলবাড়ি কৈ দাখিল মাদ্রাসা ও বনগ্রাম বি নিয়াজী দাখিল মাদ্রাসা  থেকে ১জন করে পাশ করেছে। উপজেলায় মাদ্রাসা বিভাগে পাসের হার ২৫.৯৮%। দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মাত্র ১জন। 

উপজেলায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৬৩৫ শিক্ষার্থী অংশগ্রহণ করলেও ফেল করেছে অর্ধেক। উপজেলায় এম. এ. মাহমুদ টেকনিক্যাল স্কুল থেকে মাত্র ২ জন পাস করলেও শতভাগ শূন্যের কোঠায় রয়েছে চাটমোহর মহিলা টেকনিক্যাল কলেজ ও নবাব আউয়াল অলি রামচন্দ্রপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। উপজেলায় কারিগরি বিভাগে পাসের হার ৫০.৫৫%। কারিগরী বিভাগে জিপিএ ৫ পেয়েছে মাত্র ৪জন। 

চার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউই উত্তীর্ণ হতে না পারায় উপজেলায় শিক্ষা মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে সচেতন মহলে।

এদিকে এ উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের অধীনে ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় ২৭৪৬ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ২০৯১ জন। উপজেলায় এ বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে ২৩৫ জন। পাসের হার ৭৬.১৪%।

পরীক্ষার ফলাফলে সফলতার শীর্ষে রয়েছে উপজেলার হরিপুর দুর্গাদাস স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ৮১ জন জিপিএ ৫ পেয়েছে। এছাড়া সেন্ট রিটাস হাইস্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৫০ জন,বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৩০ জন,চড়ইকোল উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন,হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১১ জন ও মহেলা হাইস্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১০ জন।