জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব মোঃ হাসানুল ইসলাম রাজার মোটরসাইকেল শোভাযাত্রা,গণসংযোগ ও একাধিক পথসভা করেছেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কয়েকশ’ মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে তিনি গণসংযোগ ও পথসভা করেছেন
গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত ফরিদপুর,ভাঙ্গুড়া ও চাটমোহরে গণসংযোগ করাসহ পৃথক পৃথক পথসভায় বক্তব্য দেন হাসানুল ইসলাম রাজা। ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে তিনি ফরিদপুরের ডেমরা থেকে চাটমোহরের বাসস্ট্যান্ড পর্যন্ত শোভাযাত্রা করেন।
চাটমোহর বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন মোঃ মোবারক হোসেন। বক্তব্য দেন,আলহাজ্ব মোঃ হাসানুল ইসলাম রাজা,বিএনপি নেতা সাইফুল ইসলাম মাস্টার,আঃ কুদ্দুস মোল্লা,কৃষকদল নেতা রেজাউল করিম বাবু,যুবদল নেতা আল আমিন তালুকদুর,জহুরুল হক মাস্টার প্রমুখ। এসময় উপস্থিত নেতা-কর্মীরা চাটমোহরের প্রার্থী দেওয়ার জন্য দাবি জানিয়ে শ্লোগান দেন।
রাজা তাঁর বক্তব্যে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশা করেন এবং পাবনা-৩ এলাকার উন্নয়ননে ১২ দফা কর্মসূচি ঘোষনা করেন। তিনি বলেন,চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলাবাসী স্থানীয় প্রার্থী চান,তারা কোন বহিরাগত প্রার্থী মেনে নেবেন না।