মোবাইলফোন কেড়ে নেওয়া ঘটনায় পিতারনওপর অভিমান কনে সেনবাগে মোঃ সিয়াম (১৭)নামের এক কিশোর গলায় গামছা পেছিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। ওই ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে সামম উপজেলার ৩নং ডমুরুয়া ইউপির ২নং ওয়ার্ড পলতী ফরাজী বাড়িতে। নবহত সিয়াম ওই বাড়ির গিয়াস উদ্দিনের ছেলে। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ গিয়াসউদ্দিনের বসতঘর থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে।
জানাগেছে, সদ্য প্রকাশিত এসএসসির নির্বাচনী পরীক্ষায় ফেল করে সিয়াম। এরপর তার পিতা সিয়ামকে চট্টগ্রামে তার নিকট নিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে সিয়ামের পিতা সিয়ামের নিকট থেকে তার ব্যবহৃত মুঠোফোনটি কেড়ে নিলে সিয়াম চ্ট্রগ্রাম থেকে বাড়িতে আসে। এরপর রাত ১১ টারদিকে রাতের খাবার খেয়ে সিযাম তার কক্ষে গুমাতে যায়।
তার মা জানায় সে আগে থেকেই গুম থেকে দেররিতে উঠার অভ্যাস এইজন্য কেউ তাকেরগুম থেকে ওঠার জন্য ডাকেনী। শুক্রবার দুপুরের খাবার কাবার জন্য একাধিকবার ডাকাডাকি করলে তার কোন সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে বিকাল ৪ টারদিকে তার কক্ষের দরজার সিটকানি ভেঙ্গে ভিতরে গিয়ে দেখেন তার লাশ ফ্যানের সঙ্গে ঝুলছে। এরপর সেনবাগে থানা পুলিশকে খবর দিলে থানার এসআই কৃঞ্চ মোহনের নেতৃত্ব সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌছে বিকচর সাড়ে ৫ টার দিকে সিযামের ফাঁসি দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কাল শনিবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মিজানুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মেবাইলই ফোন কেড়ে নেওয়ায পিতার ওপর অভিমান করে সিয়াম আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কাল শনিবার নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরন করা হবে।