দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম শনিবার সকালে ফেনীর পুরাতন মুন্সীর হাটে একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, “ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের ৭ হাজার ৩৪০ কোটি টাকার প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়ন করার কথা ভাবছে সরকার। ফেনীর উত্তরের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করছে সরকার। স্থায়ী সমাধানের জন্য উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ।”
উপদেষ্টা ফারুক ই আজম আরও যোগ করে বলেন, “ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ এক নম্বর হতে হবে। যাদের দিয়ে কাজটি করা সম্ভব, তাদেরই দেওয়া হবে। এটি কোনও ছোটোখাটো কাজ নয়, অনেক বড় প্রকল্প। সুতরাং এটির জন্য কারিগরি দক্ষতা থেকে শুরু করে আয়োজন-উদ্যোগ সবকিছুই এক নম্বর হতে হবে। কারণ বারবার এত বড় প্রকল্প নিয়ে কাজ করা যাবে না।”
এ সময় পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা না পাওয়ায় উপদেষ্টার কাছে ক্ষোভ প্রকাশ করেন বন্যা দুর্গতরা। এ বিষয়ে উপদেষ্টা বলেন, “কেউ কেউ বলছেন-ত্রাণ লাগবে না, শুধু টেকসই বেড়িবাঁধ করে দিন। আমি বলছি-আমাদের দুটোই লাগবে। এখনই ত্রাণ দরকার জীবন বাঁচাতে এবং দীর্ঘমেয়াদে লাগবে টেকসই বেড়িবাঁধ। সেই সঙ্গে জীবিকার ব্যবস্থাও জরুরি।”
‘ভুক্তভোগী ও স্থানীয়দের অভিজ্ঞতা ও মতামত জানার জন্যই আমরা এখানে এসেছি। কী করলে এই দুর্যোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব, সে বিষয়ে তাদের মতামত নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে’-যোগ করেন ত্রাণ উপদেষ্টা।