৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এফএনএস:
| আপডেট: ১২ জুলাই, ২০২৫, ০২:০৯ পিএম | প্রকাশ: ১২ জুলাই, ২০২৫, ০২:০৫ পিএম
৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৫০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-১০ কর্তৃক ধলেশ্বরী টোল প্লাজা হতে গ্রেফতার করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদক বহনকালে আনুমানিক দেড় লক্ষ টাকা মূল্যমানের ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ আল আমিন হোসেন (২৫), পিতা- মৃত মনসুর আলী গাজী, সাং- বয়ার ডাঙ্গা, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরা বলে জানা যায়। 

গ্রেফতারকৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। 

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে