কাহারোল হাসপাতাল বিভিন্ন সমস্যায় র্জজরিত

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৫, ০৩:৩৭ পিএম
কাহারোল হাসপাতাল বিভিন্ন সমস্যায় র্জজরিত

কাহারোল উপজেলার প্রান কেন্দ্রে অবস্থিত কাহারোল হাসপাতাল। ৩১ শয্যা হাসাপাতালটি নানা সমস্যায় রয়েছে। ৩ জন চিকিৎসক নিয়ে চলছে হাসপাতালটি। প্রতি দিন হাসপাতালের বহির বিভাগে উপজেলার বিভিন্ন এলাকা হতে প্রায় ৪ শত থেকে ৫ জন রোগী চিকিৎসা নেন। হাসপাতালের পর্যাপ্ত পরিমান ডাক্তার না থাকার কারনে চিকিৎসা দিতে পারেনা রোগীদের। গতকাল শনিবার সকাল ১১টায় হাসপাতালে গিয়ে দেখা যায় ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৪২ জন রোগী ভর্তি রয়েছে। দীর্ঘ দিন হতে জেনারেটরটি বন্ধ থাকার কারনে বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে থাকতে হয় রোগীদের। ২০২০ সালে ৩১ শয্যা হাসাপালটিকে ৫০ শয্যায় উন্নতি করে কিন্তুু জনবল অভাবে এখন পর্যন্ত ৫০ শয্যায় চালু করতে পারেন নাই হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসক সংকটের কারনে দূর দূরান্ত হতে চিকিৎসা নিতে আসা রোগীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়। চিকিৎসা নিতে আসা রোগী বেলি খাতুন বলেন, সকাল ৯টা থেকে বসে আছি এখনো ডাক্তার দেখাতে পারি নাই। অপর রোগী আক্তার বানু অনেকক্ষন ধরে বসে আছি ডাক্তার দেখা পাই নাই।  

গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, বিভিন্ন সমস্যা রয়েছে হাসপাতালের। সমস্যাগুলি সমাধানের জন্য উদ্ধোতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে দূরত্ব সকল সমস্যার সমাধান করা হবে।