শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা টিলাপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে এবার কেউ পাস করেনি। ওই মাদরাসা থেকে চারজন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। তবে চারজনই ফেল করেছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের দাখিল পরীক্ষায় জেলার ১০৫টি মাদরাসার মোট তিন হাজার ৩৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে এক হাজার ৫১৩ জন।
কাংশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রহমত আলী বলেন, ‘আমার বাড়ির পাশেই মাদরাসাটি। এখানে তেমন পড়াশোনা হয় না। কিছুদিন আগে জানতে পেরেছি, এখানে নতুন ভবন হবে। ভবন হয়ে লাভ কী যদি পড়াশোনাই না হয়।’
তাওয়াকুচা টিলাপাড়া মাদরাসার সুপার মো. মোতালেব জানান, পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার বিষয়ে তার কিছুই জানা নেই।
তাওয়াকুচা টিলাপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসার এডিট কমিটির সভাপতি এবং ঝিনাইগাতী উপজেলার নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল সাংবাদিকদের বলেন, সরকারি নির্দেশনায় পদাধিকারবলে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় এই প্রতিষ্ঠানে তেমন ক্লাস হয় না। এখন থেকে এই মাদরাসা বিষয় আমি নিয়মিত মনিটরিং করব। পাশাপাশি এ মাদরাসার বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারকে নিয়মিত খোঁজ-খবর নেওয়ার জন্য।