কেশবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে প্রতিবাদ সভা

এফএনএস (জয়দেব চক্রবর্তী; কেশবপুর, যশোর) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৫, ০৮:০৮ পিএম
কেশবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে প্রতিবাদ সভা

দেশব্যাপী চলমান সকল প্রকার ধর্ষণ, চাঁদাবাজি, সহিংসতা, নৃশংস খুন ও যখমের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে কেশবপুর শহরের গাজীর মোড় চত্বরে ছাত্রনেতা মিরাজ হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ছাত্রনেতা মাহফুজ হোসেন ইমন, ছাত্রনেতা খায়রুল ইসলাম, ছাত্রনেতা বোরহানউদ্দিন প্রমূখ। বিক্ষোভ সমাবেশের পূর্বে একটি প্রতিবাদ মিছিল কেশবপুর শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে।

আপনার জেলার সংবাদ পড়তে