শ্রীমঙ্গলে উন্মুক্ত চা আস্বাদনী অধিবেশন

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৫, ০৮:১২ পিএম
শ্রীমঙ্গলে উন্মুক্ত চা আস্বাদনী অধিবেশন

চায়ের গুনগতমান রক্ষা ও উন্নয়নকল্পে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে (বিটিআরআই) কেন্দ্রিয়ভাবে উন্মুক্ত চা আস্বাদনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় বিটিআরআই’র টি টেস্টিং রুমে উন্মুক্ত চা আস্বাদনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত থেকে চা আস্বাদনী অধিবেশনের উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সারওয়ার হোসেন এসইউপি এনডিসি পিএসসি।

বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক। বক্তব্য রাখেন ইস্পাহানি টি কোম্পানীর জেরিন টি এস্টেটের ডিজিএম মো. সেলিম রেজা, ভাড়াউড়া টি ডিভিশনের জেনারেল ম্যানেজার জিএম শিবলী।

চা আস্বাদন অধিবেশনে টি টেস্টার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ন্যাশনাল ব্রোকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম ও বিটিআরআই’র পরিচালক ড. মো. ইসমাইল হোসেন। সহযোগিতায় ছিলেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল আজিজ। চা আস্বাদন অধিবেশনে টি টেস্টারগন চা আস্বাদন শেষে উপস্থাপিত চায়ের শুনগতমান সন্তোষজনক বলে মন্তব্য করেন। 

প্রসঙ্গত: চা আস্বাদনী অধিবেশনে দেশের ৬৫ টি চা-বাগান অংশগ্রহন করে।

আপনার জেলার সংবাদ পড়তে