একটি দল নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে: আহমেদ আজম

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৫, ০৮:১৫ পিএম
একটি দল নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে: আহমেদ আজম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এ্যাড.আহমেদ আজম খান বলেছেন,আজকে যারা বিএনপি’র নামে নানা কুৎসা রটাচ্ছে। তাদের বলতে চাই বাংলাদেশের অধিকাংশ মানুষ বিএনপি’র পক্ষে। আজকে একটি দল নির্বাচনকে বিলম্বিত করতে নানা কথা বলছে,তারা নাকি লেবেল প্লেইং ফিল্ড পাচ্ছেনা। ওই রাজনৈতিক দলকে বলবো ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা করবেন না। বিএনপিতে সন্ত্রাসী,চাঁদাবাজ,খুনি আর ডাকাতদের স্থান নেই। যে এর সাথে জড়িত হবে,তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় পাবনা-৩ আসনে বিএনপি’র প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত (এমপি প্রার্থী) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের সমর্থনে চাটমোহরে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আহমেদ আজম আরো বলেন,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাবনা-৩ আসনের জন্য উপহার পাঠিয়েছেন। আর সে উপহার হলো কৃষিবিদ হাসান জাফির তুহিন। আমি সেই উপহার আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা তাকে একাকার হয়ে বিজয়ী করবেন। তুহিন আপনাদের আত্মার আত্মীয়,সে আপনাদের সেবায় নিবেদিত থাকবে। 

স্থানীয় বালুচর খেলার মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন চাটমোহর পৌর বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান আরশেদ। উপজেলা শ্রমিক দলের সভাপতি মোন্তাজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বক্তব্য দেন,কৃষকদলের সভাপতি ও পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী হাসান জাফির তুহিন,পাবনা জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব,সদস্য সচিব এ্যাড.মাসুদুর রহমান মাসুদ খন্দকার,কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইউসুফ আলী মুন্না,ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য এ্যাড.আরিফা সুলতানা রুমা,আনিসুল হক বাবু,মাহমুদুন্নবী স্বপন,স্চ্ছোসেবক দলের পাবনা জেলা আহবায়ক ইয়ামিন খান,ফরিদপুর উপজেলা বিএনপি নেতা জহুরুল ইসলাম বকুল,আঃ হাকিম খান,ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক নুর মোজাহিদ স্বপন,সদস্য সচিব জাফর ইকবাল হীরক,ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,চাটমোহরের বিএনপি নেতা এ এম জাকারিয়া,এ্যাড.সাইদুর রহমান,শেখ জিয়ারুল হক সিন্টু,অধ্যক্ষ আঃ রহিম,নুরুল করিম খান আরজ,রবিউল করিম তারেক,যুবদল নেতা গোলজার হোসেন,মহিলা দল নেতা মেহেরুন্নেছা প্রমুখ। 

কর্মী সম্মেলনে হাসান জাফির তুহিন বলেন,এখানে আমার কোন আত্মীয়-স্বজন নেই,ভাই নেই। আপনারাই আমার ভাই,আমার স্বজন। আমি জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সাথে থাকবো। চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুরকে উন্নয়নের শিখরে নিয়ে যাবো। 

কর্মী সম্মেলনটি বিশাল জনসভায় রুপান্তরিত হয়ে ওঠে। বিকেল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি নেতা-কর্মীরা মিছিল নিয়ে বালুচর খেলার মাঠে উপস্থিত হন।

আপনার জেলার সংবাদ পড়তে