‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ একেরপর এক চমক দেখিয়ে বাগমারা উপজেলা টীম সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। আজ শনিবার, ১২ জুলাই বৈকাল ৪ ঘটিকায় মোহনপুর উপজেলার মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় শক্তিশালী তানোর উপজেলা দলকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে এগিয়ে যায় বাগমারা উপজেলা দল। ৯০ মিনিটের খেলায় প্রথমার্ধেই দুই গোল করে বসে বাগমারা উপজেলা ফুটবল দল। এরপর দ্বিতীয়ার্ধে আবারও চমৎকার খেলা উপহার দিয়ে আরেকটি গোল করতে সক্ষম হয় বাগমারা উপজেলা। সবশেষ ৩-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে মনোমুগ্ধকর খেলা দেখিয়ে দর্শক প্রিয়তা পেয়েছে বাগমারা ফুটবল দল।
বাগমারা ফুটবল দলের চমকপ্রদ এই ধারাবাহিক জয়ে বাগমারা উপজেলা প্রশাসন অত্যন্ত অভিভূত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম সরেজমিনে খেলা উপভোগ করে খেলোয়াড়দের দারুনভাবে উৎসাহ দিচ্ছেন প্রতিনিয়ত।
খেলার সার্বিক বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বাগমারা উপজেলা দল আশা জাগিয়েছিল। ধারাবাহিক এই জয়ে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত এবং অভিভূত। খেলায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, কোচ ও টীম ম্যানেজারসহ সহযোগী সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
উক্ত খেলায় সরেজমিনে গিয়ে খেলা উপভোগ করেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকা এবং বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
এছাড়াও উপজেলার অন্যান্য কর্মকর্তা - কর্মচারী ও বাগমারা অঞ্চলের সুধীজন উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মিলন মাহমুদ, টীম ম্যানেজার ছিলেন আসাদুজ্জামান জুয়েল এবং বাগমারা উপজেলা ফুটবল দলের হয়ে চৌকস নেতৃত্ব দেন আতাউর রহমান।