বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৫, ১২:৩৯ পিএম
বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১২তম দিনের আলোচনার শুরুতে দেওয়া বক্তব্যে বললেন, “এ সপ্তাহে তিন দিন আলোচনা হবে। এর মধ্যেই কমিশন বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায়।”

ড. আলী রীয়াজ আরও যোগ করে বলেন, “আমরা দ্রুত জাতীয় সনদ প্রণয়নের দিকে এগিয়ে যেতে চাই। আগামী ৩০ জুলাই, সর্বোচ্চ ৩১ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক পর্যায়ে পৌঁছানোর লক্ষ্য রয়েছে।”

আজকের আলোচনার সূচিতে তিনটি বিষয় রাখা হয়েছে। প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা জারি।

কমিশনের এই আলোচনা পর্বে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। আলোচনার মধ্য দিয়ে আগামী জাতীয় সনদ ও রাজনৈতিক সমঝোতার ভিত্তি গড়ে তোলার লক্ষ্য নিয়েই এগোচ্ছে ঐকমত্য কমিশন।

আপনার জেলার সংবাদ পড়তে