কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চক দৌলতপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতি পক্ষের বাড়ি ঘরে লুটপাট ও গাড়িতে আগুন দিয়ে একটি মাইক্রো ও তিনটি মোটরসাইকেল ভষ্মীভূত করেছে প্রতিপক্ষ বলে অভিযোগে প্রকাশ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে জব্বার আলী ও মাইক্রোবাস ব্যবসায়ী সানজিদ রানার মধ্যে দীর্ঘদিন থেকে শত্রুতা চলে আসছিল। সানজিদের দাবি সে দীর্ঘদিন থেকে চাঁদার দাবি করে আসছিল। শুক্রবার সন্ধ্যায় তাদের মধ্যে এ নিয়ে বাধবিদণ্ডা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় শুক্রবার রাত দশটায় পূর্ব শত্রুতার জের ধরে সানজিদ রানার বাড়িতে জব্বার ও তাদের লোক জন লুটপাট হামলা চালায় এবং তার একটি মাইক্রোবাস ও তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা বলে জানা গেছে। একপর্যায়ে এলাকাবাসী ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা জানান এ ঘটনায় শনিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।