কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ড্রাম ট্যাকের ধাক্কায় অটোরিকশা উল্টে অটো চালকসহ ২ যাত্রীর মর্মান্তিক মৃত্যু ৩ জন গুরুতর আহত হয়েছে। মৃত ব্যক্তিরা হলো পাইকেরছড়া ইউনিয়নের অটোচালক বানু মিয়া (৩০) ও রায়গঞ্জ ইউনিয়নের আনিকা (১২)। জানাগেছে, রোববার দুপুরে আবুবকর সিদ্দিক সপরিবারে সোনাহাট স্থলবন্দররে ঘুরতে যান। সোনাহাট স্থলবন্দর থেকে একটি অটো রিকশা ভাড়া করে ভূরুঙ্গামারী আসার পথে ঘুন্টিঘর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে অটো উল্টে ঘটনা স্থলেই আনিকার মৃত্যু হয়। অটোচালক বানু মিয়াকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতরা হলো রতনপুরের আবুবকর সিদ্দিক (৩৮), তার স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) ও ফাতেমা (৯)। এদেরকে ভূরুঙ্গামারী সরকারি হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ওসি আল হেলাল মাহমুদ জানান, দুর্ঘটায় ঘটনাস্থলেইএকজন মারা গেছে এবং অটো চালক হাসপাতালে মারা যান। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।