আবু সাঈদ হত্যা: পলাতক ২৪ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৫, ০৪:০৮ পিএম
আবু সাঈদ হত্যা: পলাতক ২৪ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের উত্তাল প্রেক্ষাপটে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় পলাতক ২৪ আসামিকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে এদের খুঁজে বের করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৩ জুলাই) চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।

আদালত থেকে জানানো হয়, পলাতক এই ২৪ আসামিকে আগামী ২২ জুলাই ট্রাইব্যুনালে হাজির করতে হবে। এর বাইরে, অন্য মামলায় আগে থেকে আটক থাকা রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে একইদিন হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। রাফিউল হাসান রাসেল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অফিসের সহকারী রেজিস্ট্রার এবং আনোয়ার পারভেজ ওই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের কর্মচারী।

রোববার সকাল ১০টার দিকে ট্রাইব্যুনালে প্রথমে দুই মামলার ১২ জন আটক আসামিকে হাজির করা হয়। এর মধ্যে আবু সাঈদ হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয় রাফিউল হাসান রাসেলকে। এ মামলায় গ্রেপ্তার দেখানো আরও এক আসামি হলেন আনোয়ার পারভেজ।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার ও আব্দুস সাত্তার পালোয়ান। তাঁদের সঙ্গে ছিলেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ। শুনানি শেষে প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান জানান, “আবু সাঈদ হত্যা মামলায় মাননীয় ট্রাইব্যুনাল ৩০ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়েছিলেন। এই ৩০ জনের মধ্যে চারজন আগে গ্রেপ্তার হয়েছেন। দুইজন অন্য মামলায় আটক রয়েছেন। তাই তাঁদের এ মামলায় হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করা হয়েছিল। ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করেছেন। বাকি পলাতক ২৪ জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী রেজিস্ট্রার অফিস এ বিষয়ে ব্যবস্থা নেবে।”

আবু সাঈদ হত্যা মামলায় মোট আসামি ৩০ জন। এর মধ্যে পলাতক ২৪ জন। এই মামলার গ্রেপ্তার আসামিদের মধ্যে আছেন পুলিশের সাবেক এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগকর্মী ইমরান চৌধুরী আকাশ।

এর আগে, গত ৩০ জুন আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পলাতক থাকা আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

এদিকে, একই দিন ট্রাইব্যুনালে দিনের দ্বিতীয় মামলায় আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় আটক আটজনকে আদালতে হাজির করা হয়। ওই মামলায় আগামী ১৬ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন সূত্রে জানা যায়, গত ২ জুলাই আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। এর আগে, গত ১৯ জুন এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন।

আবু সাঈদ হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে তদন্ত সংস্থা। ওই প্রতিবেদনে এ হত্যাকাণ্ডের সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে