গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৫, ০৫:৩০ পিএম
গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের অন—র্ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ৩য়, ৪র্থ ও ৫ম বর্ষের বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১০টায় রহনপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনে সভাপতি জিন্নাউল আউয়ালের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, গোমস্তাপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার হাবিব, ব্যবসায়ী নজিবুর রহমান, আল মামুন  আখতারুল ইসলামসহ অনেকে। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, অভিভাবক, গণ্যমান্যব্যক্তি ও শিক্ষার্থীরা ।

উল্লেখ্য, গোমস্তাপুর উপজেলার বিভিন্ন কিন্ডারগার্ডেন স্কুলের ৩য় ৪র্থ ও ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ১৬৭ জন কৃতি শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মইদুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে