সোহাগ হত্যার সুষ্ঠু বিচার চাই: নূরুল ইসলাম মণি

এফএনএস (মোঃ হাফিজুর রহমান; বরগুনা) : | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৫, ০৮:১৩ পিএম
সোহাগ হত্যার সুষ্ঠু বিচার চাই: নূরুল ইসলাম মণি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা - ২ আসনের সাবেক এমপি নূরুল ইসলাম মণি বলেছেন, ঢাকার মিটফোর্ডের ব্যবসায়ী এবং বরগুনার কাকচিড়ার সন্তান লালচাঁদ  ওরফে সোহাগ হত্যার সুষ্ঠু বিচার চাই।  খুনিদের দৃষ্টান্ত মুলক বিচার হোক।

তিনি  রবিবার (১৩ জুলাই) বিকেলে  নিহত সোহাগের পরিবারের প্রতি সমবেদনা জানাতে  উপস্থিত হন পাথরঘাটা উপজেলার কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায়।  নুরুল ইসলাম মণি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি এসেছি এই শোক সন্তপ্ত পরিবারের  পাশে দাড়াতে। এই পরিবারকে আইনী সহায়তা দেয়ার জন্য।  সোহাগ সুধু রাজনৈতিক কর্মিই ছিলেন না, ছিলেন এক সংগ্রামী  তরুন। তার নির্মম হত্যাকান্ড কোন ভাবেই মেনে নেয়া যায়না।

জনসভায় উপস্থিত  মানুষের সামনে সোহাগ হত্যার বিচারের  দাবি জানান নিহত সোহাগের স্ত্রী লাকি আক্তার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার স্বামীকে দিনের আলোয় পাথর দিয়ে হত্যা করা হয়েছে। আমি তার বিচার চাই। আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে কেউ যেন আর এমন নিষ্ঠুরতা না করে।

জনসভায় নূরুল ইসলাম মণি আরো বলেন, , সোহাগ হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করে কোনো লাভ হবে না। আমরা চাই, এই ঘটনার বিচার দ্রুত বিচার ট্রাইবুনালে করা  হোক। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে  নূরুল ইসলাম মণি নিহত সোহাগের স্ত্রীর হাতে  ৫০ হাজার টাকা  আর্থিক সহায়তা দেন।

আপনার জেলার সংবাদ পড়তে