দিঘলিয়া উপজেলার বিভিন্ন হাটে বাজারে অবাধে নিষিদ্ধ পেরাণহা ও আফ্রিকান মাগুর মাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার ৪ টা ইউনিয়নের বিভিন্ন হাটে বাজারে অবাধে নিষিদ্ধ পেরাণহা ও আফ্রিকান মাগুর মাছ বিক্রি হচ্ছে। কেউ বা বুঝে কেউবা না বুঝে এ মাছ দেদারছে ক্রয় করছে। যে মাছ বাজারজাত করণ ও বিক্রয় নিষিদ্ধ ও দন্ডণীয় অপরাধ। সেই সকল মাছ সামান্য লাভের লোভে বিক্রি করছে। মানুষ হয়তো জানে না এ মাছে ঘটে যেতে পারে প্রাণহানীসহ নানা ঘটনা। দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের পথের বাজার, বারাকপুরে ইউনিয়নের বারাকপুর, গাজীহাট ইউনিয়নের কোলা ও গাজীরহাটে এ সকল নিষিদ্ধ মাছ বিক্রি হচ্ছে। ইতোমধ্যে পথেরবজারে নিষিদ্ধ মাছ বিক্রির ছবি সোস্যাল যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। সেনহাটি ও পথের বাজারের কয়েকজন মাছ ব্যবসায়ী জানান, খুলনা শহরের বিভিন্ন হাটবাজারে পেরানহা ও আফ্রিকান মাগুর দেদারছে বিক্রি হচ্ছে। সাগরের মাছগুলো যেখান থেকে সরবরাহ হয় সেখানে অভিযান পরিচালনা করলে দেশের অভ্যন্তরে এ সকল নিষিদ্ধ মাছ বিক্রি বন্ধ করা সম্ভব।
দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী এ প্রতিবেদককে জানান, দিঘলিয়ার বিভিন্ন হাট বাজারগুলোতে যথাশিঘ্র অভিযান পরিচালনা করা হবে।