বাউফলে কোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি গাছকর্তন

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) : | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৫, ০৪:০০ পিএম
বাউফলে কোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি গাছকর্তন

পটুয়াখালীর বাউফল উপজেলায় হাইকোর্টের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কের পাশে থাকা সরকারি গাছ কেটে ফেলা হচ্ছে। উপজেলার বগা-বাহেরচর আঞ্চলিক মহাসড়কের কাছিপাড়া ইউনিয়নের উত্তর কাছিপাড়া এলাকায় অন্তত ১৮টি গাছ কেটে ফেলা হয়েছে।

রোববার (১৩ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব গাছ কাটার হয়। স্থানীয়  সমর মাস্টার নামের এক ব্যক্তি  কালিশুরি ইউনিয়নের ব্যবসায়ী দুলাল ফকিরের কাছে এ গাছগুলো বিক্রি করেন। দুলাল ফকিরের শ্রমিকরা রবিবার (১৩জুলাই)  সকাল থেকে কাজ কাটা শুরু করে এবং বিকেল নাগাদ গাছগুলো কাটা শেষ করেন। 

জানা যায়,পরিবেশ ও মানবাধিকার সংগঠন ঐঁসধহ জরমযঃং ধহফ চবধপব ভড়ৎ ইধহমষধফবংয (ঐজচই) গত বছর (২০২৪) মে মাসে গাছ কাটার বিরুদ্ধে একটি রিট দায়ের করে। এরই পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২৮ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ এক ঐতিহাসিক রায় প্রদান করেন। রায়ে বলা হয়, সরকারি বা সামাজিক বনায়নের কোনো গাছ কমিটির অনুমোদন ছাড়া কাটা যাবে না। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষের জীবনধারার নিরাপত্তার স্বার্থে গাছ কাটায় নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রয়োজনীয়তা থাকলে উপজেলা ও জেলা পর্যায়ে বিশেষ কমিটির অনুমোদন সাপেক্ষেই সিদ্ধান্ত নিতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে