নাসিরনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৫, ০৪:১১ পিএম
নাসিরনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে  ৩৫তম বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে ।

আজ সোমবার (১৪ জুলাই) সকালে এ উপলক্ষে নাসিরনগর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা  পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ  নুর মাহমুদের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরীন । বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা  ইমরান শাকিল,আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাইফুল ইসলাম,  সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানা দাস, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রফিজ মিয়া, প্রভাষক মাঈন উদ্দিন ভূইঁয়া শান্ত ।

স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের  মেডিকেল অফিসার ডাঃ রায়হানুল ইসলাম।

উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মীর মোশারফ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সীমান্তিক এনজিওর কো-অর্ডিনেটর মোহাম্মদ আল আমিন, পরিবার কল‍্যান পরির্দশিকা রাজিয়া সুলতানা রুমা,পরিবার পরিকল্পনা  পরির্দশক মোহাম্মদ নজরুল ইসলাম, পরিবার কল‍্যান সহকারী তাহমিনা আক্তার প্রমূখ।

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চাতলপাড়, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী সুইটি রানী দেব, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা মর্জিনা বেগম, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক প্রার্থ প্রতীম বিশ্বাস  এবং শ্রেষ্ঠ  ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল‍্যান কেন্দ্র ভলাকুটসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে