ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলাতে ছারা খাতুন(৮)নামের এক শিশুর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। রোববার বিকাল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটেছে।নিহত ছারা খাতুন উপজেলার পার্বতীপুর গ্রামের রফিকুল ইসলাম(নুপুর) আলীর মেয়ে।
নিহত ছারা খাতুন নিজ বাড়ির টিনের বেড়ার খুটিতে হাত দেয় এবং বাবা সেটা বুঝতে পেরে মেয়েকে উদ্ধার করতে গেলে একই সাথে বাবা ও বিদ্যুৎ স্পৃষ্টের কবলে পড়েন। তবে বাবা বেঁচে গেলে ও মেয়ের হাসপাতালে নিয়ে আশার পর মৃত্যৃু হয়। হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা,ডাঃ রাব্বিকুল ইসলাম জানান,পরিবারের লোকজন রুগীকে বিকাল ৫ টার দিকে হাসপাতালে আসার আগেই সে মারা যায়। তবে বাচ্চার বাবা ভর্তি আছেন এবং বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।