বাংলাদেশের বৈদেশিক মুদ্রাবাজারে সাম্প্রতিক সময়ে ডলারের দরপতনের প্রেক্ষাপটে নতুন কৌশল গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ইতিবাচক প্রবাহের ফলে মার্কিন ডলারের দাম টাকার তুলনায় এক সপ্তাহ ধরে নিম্নমুখী। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংক প্রথমবারের মতো নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে।
রোববার (১৩ জুলাই) অনুষ্ঠিত এই নিলামে বাংলাদেশ ব্যাংক প্রতি ডলারের দর নির্ধারণ করে ১২১ টাকা ৫০ পয়সা, যা বেশিরভাগ ব্যাংকের নির্ধারিত প্রায় ১২০ টাকার চেয়ে বেশি। কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, টাকার বিপরীতে ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে ডলারের দর হঠাৎ টাকার তুলনায় বেড়ে গেলে, বাংলাদেশ ব্যাংক একইভাবে নিলামের মাধ্যমে আবারও ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করবে। প্রয়োজনে যেকোনো সময় বাজারে হস্তক্ষেপের প্রস্তুতিও তাদের রয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের এক ঊর্ধ্বতন ট্রেজারি কর্মকর্তা জানিয়েছেন, রোববার প্রতি ডলারের বিনিময় হার ১২০ টাকা ছিল। তবে বাজার পরিস্থিতি বিবেচনায় সেটি বেড়ে ১২১ টাকা ৫০ পয়সায় পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। রোববার অধিকাংশ ব্যাংকই প্রতি ডলারের বিনিময় হার প্রায় ১২০ টাকা নির্ধারণ করেছিল। অথচ মাত্র এক সপ্তাহ আগেও এই হার ছিল ১২৩ টাকার বেশি।
বিশ্লেষকদের মতে, বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংকের এমন পদক্ষেপ ডলার সরবরাহের ওপর চাপ কিছুটা কমাবে এবং বাজারে আস্থা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে।