অপরাধের ভয়াবহতা নিয়ে বিভ্রান্তি, সরকার বলছে পরিস্থিতি স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৫, ০৪:৪৪ পিএম
অপরাধের ভয়াবহতা নিয়ে বিভ্রান্তি, সরকার বলছে পরিস্থিতি স্থিতিশীল

দেশজুড়ে অপরাধ বৃদ্ধির সংবাদ নিয়ে সম্প্রতি আলোচনার ঝড় উঠেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, চলতি বছরে অপরাধের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে, যা জনমনে ভীতি ও নিরাপত্তাহীনতার বাতাবরণ সৃষ্টি করেছে। তবে এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার (১৪ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়েছে, অপরাধ বাড়ার যে ধারণা গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, তা পুরোপুরি সঠিক নয়।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পোস্টে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ের পুলিশ সদর দপ্তরের প্রকাশিত অপরাধ পরিসংখ্যানের বিশ্লেষণ তুলে ধরা হয়। পরিসংখ্যানে দেখা গেছে, গত ১০ মাসে দেশের প্রধান প্রধান অপরাধের প্রবণতায় কোনো বড় ধরনের পরিবর্তন ঘটেনি। বরং বেশ কয়েকটি গুরুতর অপরাধের সংখ্যা কিছুটা কমেছে বলেই জানানো হয়েছে।

সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ১০ মাসে দেশে খুনের ঘটনা ঘটেছে ৩ হাজার ৫৫৪টি। এর মধ্যে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সর্বাধিক ৫৮৩টি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়, আর ২০২৫ সালের জানুয়ারিতে এই সংখ্যা নেমে আসে ২৯৪-এ। একই সময়ে ধর্ষণের ঘটনা ঘটে ৪ হাজার ১০৫টি, যার মধ্যে সর্বোচ্চ ঘটনা ঘটে ২০২৫ সালের এপ্রিল মাসে, সংখ্যা ছিল ৫৩৭। এ ছাড়া, এসিড নিক্ষেপের মতো নৃশংস অপরাধের ঘটনা ঘটে ৫টি।

এ সময় অপহরণ হয়েছে ৮২৯টি, চুরি ৭ হাজার ৩১০ এবং ডাকাতির ঘটনা ঘটেছে ৬১০টি। এসব অপরাধ নিয়ে পুলিশের কাছে দায়ের হওয়া মামলার সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৪ হাজার ৯৫৫টি।

পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, যেসব অপরাধ সবচেয়ে ভয়াবহ এবং সহিংস, যেমন খুন, ধর্ষণ, ডাকাতি বা সশস্ত্র ছিনতাই, এসব ক্ষেত্রে কোনো বড় বৃদ্ধি হয়নি। বরং, কিছু অপরাধের সংখ্যা কমতির দিকেই রয়েছে। তবে নির্দিষ্ট কিছু অপরাধে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেলেও সামগ্রিকভাবে পরিস্থিতিকে ‘অপরাধের ঢেউ’ বলা যাবে না বলে মন্তব্য করা হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পোস্টে আরও বলা হয়, নাগরিকদের অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন। তবে আতঙ্ক বা ভয় না পেয়ে বাস্তবচিত্র অনুধাবন করা জরুরি। পুলিশের বিশ্লেষণ অনুযায়ী, আইনশৃঙ্খলা বাহিনী এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম এবং বেশিরভাগ অপরাধের হার স্থিতিশীল রয়েছে।

পুলিশ সদর দপ্তরের প্রকাশিত দুইটি পৃথক টেবিলে গত পাঁচ বছর এবং সাম্প্রতিক ১০ মাসের অপরাধ প্রবণতার তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। সব তথ্যই পুলিশের নিজস্ব নথি থেকে নেওয়া।

অন্তর্বর্তীকালীন সরকারের মতে, অপরাধের যে চিত্র কিছু সংবাদমাধ্যমে তুলে ধরা হচ্ছে, তার সঙ্গে মাঠের বাস্তবতা পুরোপুরি মিলে না। তারা বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে