ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চার অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়েছেন ‘দেওড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন’ নামের সংগঠনটি। ‘আমরা গর্বিত, আমরা রেমিটেন্স যোদ্ধা’ এই স্লোগানকে সামনে রেখেই উপজেলার শহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের প্রবাসীরা মানব কল্যাণের লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন। শুরূ থেকেই তারা ‘মানুষ মানুষের জন্য’ এই কথাটির প্রমাণ রাখছেন কাজের মাধ্যমে।
সংগঠন সূত্র জানায়, দেওড়া গ্রামের সকল প্রবাসীদের যৌথ উদ্যোগ ও প্রচেষ্টার ফসল এই ফাউন্ডেশন। তারা একটি পেইজ খুলেছেন। ওই পেইজে তাদের কর্মকান্ড ও একে অপরের সাথে কথাবার্তা বলছেন। প্রয়োজনে তারা হোয়াটস্আপ-এ সভা করছেন। গত দুই তিন দিনে তাদের নিজস্ব ফান্ড থেকে ১৫ হাজার টাকা দিয়েছেন পশ্চিম পাড়ার হাফেজ মো. এমদাদুর রহমানকে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ্য। মধ্য পাড়ার বাসিন্দা অসুস্থ্য মো. মনির মিয়াকে দিয়েছেন ১০ হাজার টাকা। মনির এক সময় প্রবাসী ছিলেন। পুর্ব পাড়ার বাসিন্দা গুরূতর অসুস্থ্য মো. ধনু ভূঁইয়াকে চিকিৎসা সহায়তা বাবদ নগদ ১০ হাজার প্রদান করেছেন। ভাটবাড়িয়ার ফিরদু মিয়ার অসুস্থ্য ছেলে ইকরামকে দিয়েছেন ১০ হাজার টাকা। সংগঠনটির আহবায়ক শেখ নাদির বলেন, আমরা প্রবাসে থেকেও নাড়িন টানে মন পড়ে থাকে গ্রামে। তাই নিজ গ্রাম দেওড়ার সকল প্রবাসীর সম্মিলিত প্রচেষ্টা ও মতামতের ভিত্তিতে শুধু দেওড়া গ্রামের মানুষের কল্যাণের লক্ষ্যে এই ফাউন্ডেশনটি করেছি। আমরা আছি গ্রামের মানুষ ও সেবামূলক প্রতিষ্ঠানের পাশে। আমাদের সেবার কাজ অব্যাহত থাকবে। শুধু প্রয়োজন গ্রামবাসীর দোয়া।