নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তঘেঁষা খারনৈ ইউনিয়নের এক গ্রামে পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়েছে বিশাল আকৃতির একটি অজগর সাপ।
সোমবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে উত্তর রানীগাঁওয়ের দমদমা গ্রামের মনোগিরি হাজংয়ের পুকুর পাড়ে এই অজগর সাপটি স্থানীয়দের চোখে পড়ে। পরে এলাকাবাসী এটিকে ধরে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭ ফুট লম্বা বিশাল এই অজগরটি হঠাৎ করেই লোকালয়ের পাশে দেখা দেয়। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে ভারতীয় জঙ্গল থেকে সাপটি বাংলাদেশে চলে এসেছে। সাপটি উদ্ধারের খবরে গ্রামবাসীর মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক নজর দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায় পুরো এলাকা জুড়ে।