মিটফোর্ডে সোহাগ হত্যা: ৫ দিনের রিমান্ডে দুই ভাই

এফএনএস অনলাইন ডেস্ক | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৫, ০৬:১৬ পিএম
মিটফোর্ডে সোহাগ হত্যা: ৫ দিনের রিমান্ডে দুই ভাই

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যার ঘটনায় দুই ভাই সজীব বেপারী এবং রাজীব বেপারীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া রিমান্ডের এ আদেশ দেন। এদিন সজীব বেপারী এবং রাজীব বেপারীকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।


সজীব ও রাজীবকে রোববার নেত্রকোনা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের ধরে গত বুধবার মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেইটের সামনে পাথর দিয়ে শরীর ও মাথা থেতলে হত্যা করা হয় সোহাগকে। এরপর এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, ওই হত্যাকাণ্ডে যাদের অংশ নিতে দেখা গেছে এবং নেপথ্যে যাদের নাম আসছে, তারা সবাই সোহাগের পূর্ব পরিচিত। একসময় তাদের কয়েকজন সোহাগের ব্যবসার সহযোগী ছিলেন। এ ঘটনায় তার বড় বোন কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে ১৯ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে।

আপনার জেলার সংবাদ পড়তে