ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী-বয়স্কদের আর্থিক অনুদান

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৫, ০৬:২৯ পিএম
ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী-বয়স্কদের আর্থিক অনুদান

নওগাঁর ধামইরহাটে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বয়স্কদের এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলমের সঞ্চালনায় ১৪ জুলাই দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে  উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ জেসমিন আক্তারের সভাপতিত্বে ১৫৫ জন বয়স্ক ও বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৮০ জন শিক্ষার্থীদের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৪ লাখ ৭০ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়। একই দিন বিকেল ৩ টায় ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় খেয়াড়শুকনা, গোকুল ও চন্দ্রকোলা গ্রামে  ৬টি গ্রুপের মাধ্যমে ৬৯ জনের মাঝে ২১ লাখ ৫৪ হাজার ২৫০ টাকার সুদমুক্ত ঋণ পুনঃ বিনিয়োগ হিসেবে বিতরণ করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে