কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গায় সরকারি রাস্তায় পানি নিঃস্কাশনে ড্রেন নির্মাণ কাজ অবৈধ স্থাপনার কারণে বাধা গ্রস্ত হচ্ছে, সংশ্লিষ্ট ঠিকাদার তুষার আহমেদ জানান, ৭০ লাখ টাকা ব্যায়ে পাঁচশ ফুট দীর্ঘ ড্রেনটির কাজ শেষ হতে চলেছে, শুধুমাত্র বয়েন মার্কেটের সংলগ্ন যুবলীগ নেতা রানার বাড়ি ও দোকানের সামনে তার নিজ বিল্ডিংয়ে ওঠা সিঁড়ির কারণে বাধা গ্রস্ত হচ্ছে। রানা জানাই এই বিল্ডিং এর সাথে রাস্তার উপর যে সিড়ি আছে রাস্তা সংলগ্ন তা আমার পক্ষে ভাঙ্গা সম্ভব নয়। যাদের দরকার তারা ভেঙে নেবে। ঠিকাদার এ ব্যাপারে জেলা নির্বাহী প্রকৌশলী কে জানালেও তিনি কোন পদক্ষেপ এ পর্যন্ত গ্রহণ করেননি। এদিকে নির্মাণ কাজের মেয়াদ শেষ হতে চলেছে। সিড়ি না ভাঙ্গলে হয়তো কাজ এ পর্যন্তই স্থগিত হয়ে থাকবে। এলাকাবাসীর দাবি একটি সিঁড়ি ভাঙতে সরকারের এত তালবাহানার কারন জানতে চায় এলাকার সাধারণ মানুষ। সংশোধন এলাকা বাসী এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের।লক্ষ্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। সাধারণ মানুষের বক্তব্য এ রানা রাস্তার জমি প্রায় ৬ ফুট নিজ দখলে রেখে ড্রেন করতে দিয়েছে, কর্তৃপক্ষ কোন প্রকার ওজর আপত্তি না করে তার কথা মতো ড্রেন করেছে। ইতি মধ্যে ড্রেনের উপর নানা স্থাপনা নির্মাণ করে ড্রেনের উপর মানুষ চলাচলের ফুটপাত বন্ধ করে দিয়েছে। বাজারে রাস্তার জমির উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা পর্যন্ত ড্রেন নির্মাণ কাজ ব্যহত হচ্ছে। এ বিষয়ে
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী জানান, আমাকে উপর থেকে কোন প্রকার নির্দেশনা দেয়া হয় নাই, উপরের নির্দেশনা পেলে অবৈধ স্থাপনার কাজটি করার চেষ্টা করবো।