শতশত ভক্ত ও হাজার হাজার ছাত্রদের ভালোবাসায় শেষ বিদায় নিলেন পদিপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল বাসার মোঃ নোমান। দীর্ঘদিন অসুস্থ থেকে চিকিৎসা নিতে ভারত যান। চিকিৎসাধীন অবস্থায় ভারতের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৫০) বছর। শনিবার তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের চাঁদকাশিমপুর খুরশিদা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে দীর্ঘদিনের কর্মস্থল পদিপাড়া ফাজিল মাদ্রসার সামনে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শিক্ষাবিদ আলাউদ্দিন মামুন এর পরিচালনায় জানাজার নামাজ পড়ান প্রখ্যাত আলেম মাওলানা সাইফুল্লাহ মনির। আলোচনা পেশ করেন নোয়াখালী জেলা জামাতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা আবু নোমান, মাদ্রাসার গভর্নিং বডির সদস্য ও শিক্ষকবৃন্দ, জয়নারায়নপুর মাদ্রাসার শিক্ষক মোঃ শাহজাহান, স্বসন্তবাগ ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা জসিম উদ্দিন, অধ্যক্ষ মাওলানা সামছুদ্দিন।বক্তারা বলেন তিনি সততার সাথে প্রায় ১২ বছর পদিপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন ।
জানাজার নামাজ শেষে মাওলানা আলাউদ্দিন মামুনের উদ্যোগে জেলার বিভিন্ন পর্যায়ের আলেমদের নিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।