কেরানিহাট নিউ মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড (সাতকানিয়া, চট্টগ্রাম) এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন আজ ১৯ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ার প্রতীক নিয়ে ১৯৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব শহর মুল্লুক রাশেদ। তার একমাত্র প্রতিদ্বন্দ্ধী জনাব মাওলানা নেজাম উদ্দিন মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৮ ভোট। সহ সভাপতি পদে টেলিভিশন প্রতীক নিয়ে ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জনাব আব্দুর রাজ্জাক। তার একমাত্র প্রতিদ্বন্দ্ধী জনাব মোহাম্মদ জহির উদ্দিন গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ১১১ ভোট। সাধারণ সম্পাদক পদে প্রজাপতি প্রতীক নিয়ে ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জনাব মোঃ নাজিম উদ্দিন। তার অপর দুজন প্রতিদ্বন্দ্ধীর মধ্যে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ১১৩ ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ আলী এবং হরিণ প্রতীক নিয়ে ৮১ ভোট পেয়েছেন জনাব মোঃ নেজাম উদ্দিন। অর্থ সম্পাদক পদে আনারস প্রতীক নিয়ে ২৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জনাব মোঃ কামাল হোসেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্ধী জনাব মোহাম্মদ সোহেল কাতাল মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৪ ভোট। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মোবাইল প্রতীক নিয়ে ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। তার একমাত্র প্রতিদ্বন্দ্ধী জনাব মোহাম্মদ আলমগীর ময়ূর প্রতীক নিয়ে পেয়েছেন ১৫২ ভোট। সদস্য / পরিচালক পদে আম প্রতীকে ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জনাব মোঃ সোহেল, কলসী প্রতীকে ২০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জনাব শাহরিয়ার কামাল হৃদয়, হাত পাখা প্রতীকে ২০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জনাব শাহাব উদ্দীন এবং নলকূপ প্রতীকে ২০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জনাব মোঃ সোহেল। সাংগঠনিক সম্পাদক পদে জনাব মোহাম্মদ কাইছার, ধর্মীয় - ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জনাব মোহাম্মদ রাকিব উদ্দিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জনাব আহমদ নবী বিনা প্রতিদ্বন্দ্ধীতায় নির্বাচিত হয়েছিলেন। আজকের নির্বাচন পরিচালনা করেন যথাক্রমে জনাব অসীম কান্তি দে, জনাব গিয়াস উদ্দিন সিকদার এবং জনাব জাহেদুল হক। প্রায় ৫৫০ টি দোকান বিশিষ্ট মার্কেটে ভোটার সংখ্যা ৩৫৯।