পাথরঘাটায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দাবিতে মানববন্ধন

এফএনএস (পাথরঘাটা, বরগুনা) : | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৫, ০৭:৫৪ পিএম
পাথরঘাটায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দাবিতে মানববন্ধন

বরগুনার পাথরঘাটায় ৫০ শজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শূন্য পদে চিকিৎসক নিয়োগ,প্যাথলজি,এক্সরে চালু এবং অপারেশন থিয়েটার চালু করার দাবিতে মানববন্ধ করা হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিএনপি নেতা বদিউজ্জামান সাহেদের নেতৃত্বে  ১ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প: কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাখাল চন্দ্র বিশ্বস, সমাজসেবক নিয়াজ মোর্শেদ, মাহবুবুর রহমান, সুমন মোল্লা, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি আমিন সোহেল,পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সাভাপতি আবুসালেহ জসিমসহ বিভিন্ন শ্রেনী ও পেশার প্রায় শতাধীক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ বছর ধরে চরম বৈষম্যের শিকার পাথরঘাটা ৫০ শজ্জা হাসপাতাল।

বার বার আন্দোলন সংগ্রাম করেও সমস্যার সমাধান হয়নি। আমাদের এই হাসপাতালে ২৯ জন চিকিৎসক থাকার কথা থাকলেও মাত্র ২ জন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা ব্যাবস্থা। আড়াই লাখ মানুষের কিভাবে দুজন লোক চিকিৎসা দেয়া সম্ভব। এছাড়া প্রায় প্রতিটি পদে জনবল সংকট, যন্ত্রপাটি থেকে শুরু করে সব দিক থেকেই পিছিয়ে এ হাসপাতাল। ৫০ শয্যা হাসপাতালে উন্নীত করা হয়েছে প্রায় দুই যুগ আগে কিন্তু জনবল সংকটে অপারেশন থিয়েটার এবং এক্সরে এখনো চালু করা সম্ভব হয়নি। লোকবল না থাকায় যন্ত্রাংশ গুলো দিনের পর দিন রুমে পড়েথেকে নস্ট হয়ে যচ্ছে। চিকিৎসক না থাকায় জরুরি রোগী নিয়ে রাত দুপুরে জেলা এবং বিভাগীয় শহরে এ্যাম্বুলেন্স নিয়ে ছুটতে হয় সাগর তীরের অসহায় মানুষ গুলোর। বিভাগীয় শহরের হাসপাতালে পৌছার আগেই অনেক সময় পথেই মারা যায় রোগী। মাত্র ২ জন চিকিৎসক রয়েছেন তারা সেবা দিতে নিয়মিত হিমশিম খাচ্ছেন।

তাই বৈষম্যহীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা এবং চিকিৎসক সংকট দূর করার দাবি করেন তারা।

আপনার জেলার সংবাদ পড়তে