বরগুনার পাথরঘাটায় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান তান্না মল্লিককে (৩০) আটক করেছে পুলিশ। শনিবার বেলা ১১ টার দিকে পাথরঘাটা পৌরশহরের ১ নং ওয়ার্ডের কালীবাড়ী রোডের নিজ বাসা থেকে তাকে অটক করা হয়।
আটক জিয়াউর রহমান তান্না মল্লিক পাথরঘাটা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পদক ও ১ নং ওয়ার্ডের জাল-সূতা ব্যাবসায়ী মো. মিজানুর রহমান মল্লিকের ছেলে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, তার বিরুদ্ধে পাথরঘাটা বিএনপি অফিস ভাংচুরের অভিযোগ রয়েছে। এ মামলায় তান্না মল্লিককে আটক করা হয়েছে।
তাকে সিনিয়র জুডিশিয়াল আদালতে সোর্পদ করা হবে বলেও জানান তিনি।