কালীগঞ্জে কৃষকদের দুইদিনের প্রশিক্ষণ

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৬:১৪ এএম
কালীগঞ্জে কৃষকদের দুইদিনের প্রশিক্ষণ

জলবায়ু সহিষ্ণু এবং কার্যকারী কৃষি কৌশল নির্ভরশীল পানি সাশ্রয়ী প্রকল্পের আওতায় কৃষকদের দুই দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার (১৮ ও ১৯ ডিসেম্বর) সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনের ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কালীগঞ্জের কোলা ইউনিয়নের ২৫ জন কৃষক এ প্রশিক্ষণে অংশগ্রহন করেন।  সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস।  ভেজা শুকনা (অডউ) পদ্ধতিতে কৃষকরা কিভাবে চাষাবাদ করবেন সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, জীবননগর কৃষি অফিসের সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়ার রহমান প্রমুখ।  উল্লেখ্য সোনার বাংলা ফাউন্ডেশন জাপান ফান্ড ফর গ্লোবাল ইনভারমেন্ট ও শেয়ার দ্যা প্লানেট অ্যাসোসিয়েশনের আর্থিক সহযোগিতায় কালীগঞ্জ উপজেলার ৪ টি ইউনিয়ন যথাক্রমে ১নং সুন্দরপুর-দুর্গাপুর, ২নং জামাল, ৩ নং কোলা ও ৪ নং নিয়ামতপুরে জলবায়ু সহিষ্ণু এবং কার্যকরী কৃষি কৌশল নির্ভরশীল পানি সাশ্রয়ী প্রকল্প বাস্তবায়ন করছে। চলতি প্রশিক্ষণে উপজেলার কোলা ইউনিয়নের ২৫ কৃষকদের ভেজা শুকনা পদ্ধতির উপর প্রশিক্ষণ নেন। 

আপনার জেলার সংবাদ পড়তে