জাতীয় নাগরিক পার্টি, (এনসিপি) সোমবার বিকেলে ৬ টার দিকে বরগুনায় পদযাত্রা ও সমাবেশ করে। সদর রোডে এক সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম ।
বরগুনার যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট ভালো নেই। হাসপাতালে চিকিৎসা সেবা ভালো না হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি হয়, আমরা বরগুনার অলিগলি ঘুরে দেখেছি- অনেক উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। বরগুনাকে চাদাবাজ, টেন্ডার বাজি থেকে মুক্ত করতে হবে।বরগুনা - বেতাগীর সড়ক এত বছরেও উন্নয়ন হয়নি। সুতরাং জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে আমরা বরগুনার সামগ্রিক উন্নয়নে কাজ করতে চাই পরিবেশ রক্ষাকরে, নদী রক্ষা করে উন্নয়ন করতে চাই বরগুনা সদর রোডে এনসিপি'র সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। সমাবেশে অন্যান্নের মধ্যে বক্তব্য রাখেন, নাগরিক পার্টির উত্তরান্চল সমন্বয়ক সারজিস আলম, দক্ষিনান্চল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সামান্তা শারমিন, ডাঃ তাসনিম জারা, ফয়সাল মাহমুদ শান্ত।