বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অফিসের সিনপটিক বিশ্লেষণে জানানো হয়, নিম্নচাপটি বর্তমানে ২৩.০ক্ক উত্তর অক্ষাংশ ও ৮৮.৬ক্ক পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, নিম্নচাপ কেন্দ্র হয়ে আসাম এবং উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।