জাতীয়তাবাদী দলের বাঘা উপজেলা কমিটি বিলুপ্ত

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৬:২০ এএম
জাতীয়তাবাদী দলের বাঘা উপজেলা কমিটি বিলুপ্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দলের রাজশাহী জেলা কমিটির জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক দলটির বাঘা উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। ১৯ ডিসেম্বর’২৪ দলের জেলা কমিটির প্যাডে, জেলা কমিটির সভাপতি মওদুদ আহমেদ মধু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হিমেল স্বাক্ষরিত পত্রে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ  তথ্য জানা গেছে।  এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দলের সভাপতি মওদুদ আহমেদ মধু বলেন, কর্মী সভার মাধ্যমে আগামী ৭ দিনের মধ্যে বাঘা উপজেলা কমিটি গঠনের নির্দেশ দিয়ে উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে।