পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

এফএনএস (পাথরঘাটা, বরগুনা) : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫, ০১:২৮ পিএম
পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

বরগুনার পাথরঘাটা পৌর শহরের ৪নং ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু হানিফ (৪০) নামে এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং একজন সহযোগী আহত হয়েছে। রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হানিফ পাথরঘাটা পৌরসভার ৫নং ওয়ার্ডের হামেত খাঁ এর ছেলে। তিনি পৌর শহরের ৪নং ওয়ার্ডের হাবিব মাওলানার চারতলা ভবনের তৃতীয় তলায় নির্মাণকাজ করছিলেন। কাজ করার সময় একটি লোহার রড বাঁকাতে গিয়ে রডটি পাশের ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে আবু হানিফ এবং অপর শ্রমিক আল আমিন (সেলিম লন্ডির ছেলে) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু হানিফকে মৃত ঘোষণা করেন। আহত শ্রমিক আল আমিনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন রাজমিস্ত্রির মৃত্যুর ঘটনা শুনেছি। যদি পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকে, তাহলে স্বজনরা মরদেহ দাফন করতে পারবেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।