সৈয়দপুরে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫, ০১:৪০ পিএম
সৈয়দপুরে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

সৈয়দপুরে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ জুলাই  জেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান। দিনের শুরুতেই তিনি হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আয়োজিত একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এরপর তিনি আসন্ন বৃক্ষমেলা প্রস্তুতিমূলক সভায় যোগদান করেন। মেলার সফল আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরে সৈয়দপুর উপজেলার লায়ন্স স্কুল এন্ড কলেজ এবং লক্ষণপুর স্কুল এন্ড কলেজে ডিজিটাল রক্তদান প্ল্যাটফর্ম ‘হিমোগ্লোবিন এর আয়োজনে অনুষ্ঠিত ব্লাড ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন। সেখানে লক্ষণপুর স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন তিনি। সেখানে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর- ই আলম সিদ্দিকী। সার্বিক সহযোগিতায় ছিলেন লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম রেজা।

ওই সকল কর্মসূচিটি জেলা পরিষদ,নীলফামারীর অর্থায়নে পরিচালিত হয়। একই স্থানে গরীব, অসহায় নারী-পুরুষদের মাঝে সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়।

একই দিন সৈয়দপুরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। হিমোগ্লোবিন প্ল্যাটফর্মের রক্তদান কার্যক্রমে পুনরায় তিনি অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে