তালায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে সভা

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫, ০১:৪৮ পিএম
তালায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে সভা

সাতক্ষীরার তালা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই ২০২৫) বিকালে তালা উপজেলা পরিবার পরিকল্পনা হলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ কামাল হোসেন।  পরিবার পরিকল্পনা পরিদর্শক মোসলেম শেখের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ডাঃ প্রঞ্জা লাবনি দাশ। বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক: কাজী লিমনুজ্জামান, জেসমিন আরা,সাংবাদিক ইমরান হোসেন প্রমূখ। আলোচনা শেষে জেলা পর্যায়ে ৮টি ক্যাটাগরির মধ্যে তালা উপজেলার সেরা ৬ জনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে রয়েছেন-

শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা: জেসমিন আরা, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক: কাজী লিমনুজ্জামান, শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার: নাসরিন সুলতানা, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র: জালালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ উপজেলা পরিষদ: তালা উপজেলা পরিষদ, শ্রেষ্ঠ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা: মোঃ কামাল হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে