চাঁদপুরের ফরিদগঞ্জে স্বামীর সঙ্গে ঝগড়ার পর অভিমান করে একসাথে বিষপান করলেন মা ও মেয়ে। এই ঘটনায় মেয়ে মারা যায়, বেঁচে গেলেন মা। ১৫ জুলাই মঙ্গলবার সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। বিষপানে মৃত্যু জান্নাত আক্তার (১৮) ওই গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে।
জানা যায়, পারুল বেগমের স্বামী জয়নাল আবেদীন মঙ্গলবার সকালে স্ত্রী পারুল বেগম ও ১৮ বছরের মেয়ে জান্নাত আক্তারকে বকাঝকা করেন। পরে সে তার স্টেশনারি দোকানে চলে যায়। এই বকাঝকার কারনে রাগে ক্ষোভে অভিমান করে দীর্ঘদিনের দাম্পত্য কলহের এক চরম পর্যায়ে মা ও মেয়ে একসাথে বিষপান করেন। পরিবারের কেউ প্রথমে টের না পেলেও, পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, জান্নাত আক্তারকে আর জীবিত ফেরানো যায়নি। সরকারি হাসপাতালের চতুর্থ তলায় মৃত্যুশয্যায় রয়েছেন, পারুল বেগম। জান্নাতের মৃত্যুর পর লাশ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যাওয়ার চেষ্টা করেন জয়নাল, পুলিশের কাছে ঠিকানা ও তথ্য দিতে টালবাহানা করেন, এমনকি অসংলগ্ন কথাবার্তাও বলেন। এতে সন্দেহ তৈরি হলে এসআই সুজন নন্দী ও পরে ফরিদগঞ্জ থানার এসআই জাকির ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন।
এলাকাবাসী জানায়, তাদের সংসারে প্রায়ই কলহ লেগেই থাকত। চাঁদপুরে এমন ঘটনা, যেখানে মা ও মেয়ে একসাথে বিষপান করলেন, ফিরে এলেন শুধু একজন, আর একজনের চলে যাওয়ায় নেমে এলো নীরব শোকের ছায়া। ঘটনা তদন্তাধীন রয়েছে, তবে জান্নাতের অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো এলাকা।