একযোগে ইসির ৫১ কর্মকর্তাকে বদলি

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫, ০৬:০৬ পিএম
একযোগে ইসির ৫১ কর্মকর্তাকে বদলি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচন যেন নিরপেক্ষ হয় আশায় এবার মাঠের প্রশাসনিক নজরদারিতে গুরুত্ব কমিশনারের। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই একযোগে ৫১ জন কর্মকর্তাকে বদলি করেছে ইসি।

মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের জারি করা প্রজ্ঞাপনে এমমটি জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পল্লবী থানা নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ রাজিয়া সুলতানা, ডেমরা থানা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব এবং কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেনকে বদলি করা হলেও তাদের অংশটুকু সংশোধন করে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা আগামী ২২ জুলাই তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় আগামী ২৩ জুলাই তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।

বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

আপনার জেলার সংবাদ পড়তে