ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ ভাবে ভারত থেকে অনুপ্রবেশের দায়ে ৮ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। গত ৪৮ ঘণ্টায় খোসালপুর ও বাঘাডাংগা থেকে তাদের আটক করা হয়।৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক জানান, সোমবার দুপুর ১২টায় বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৪১-আর হতে আনুমানিক ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের দুইতলা মসজিদে সামনে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এসময় অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় ৬ জনকে আটক করা হয়। এর মধ্যে দু’জন পুরুষ, একজন নারী ও ৩ জন শিশু রয়েছে। তাদের বাড়ি ঝিনাইদহ ও গোপালগঞ্জ জেলায়।
অন্যদিকে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৭৪-আর হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের ভেতরে খোসালপুর গ্রামের আজিজুল মোল্যার মেহগনি বাগানে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এসময় অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় ২ জনকে আটক করতে সক্ষম হয়। তারা দু’জনই পুরুষ। তাদের বাড়ি পিরোজপুর ও রাজশাহী জেলায়।আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।