সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় সরকারি জব্দকৃত বালু বিক্রির অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমদের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি ও এলাকাবাসী।
মঙ্গলবার সকালে উপজেলার কদমতলি পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজু আহমদ বিএনপির উপজেলা আহ্বায়ক হওয়ার পর থেকে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছেন। তিনি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন এবং সম্প্রতি ধামালিয়া নদী থেকে এলাকাবাসীর হাতে জব্দ হওয়া বালু রাতের আঁধারে বিক্রি করেন।
বক্তারা আরও বলেন, এই অনিয়মের প্রতিবাদ করায় উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম খন্দকারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় জনগণকেও হামলা-মামলার ভয় দেখানো হচ্ছে, যা উপজেলা বিএনপির সুনাম ক্ষুণ্ন করছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম খন্দকার, সাবেক ইউপি সদস্য আমিরুল ইসলাম, বিএনপি নেতা গোলাপ মিয়া, তাহের আলী, রবিউল আউয়ালসহ আরও অনেকে। এলাকাবাসী অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।